রসধ্বনি নিয়ে অভিমত - আহাম্মেদ কাওসার - সমন্বয় সম্পাদক
byRoshodhani•
0
রসধ্বনি’র সকল লেখা বোধজাগানিয়া লেখ্য! সুখপাঠ্য! সময় উপযোগী লিখনি হয়েছে, এবং জামালপুরের কবি/সাহিত্যিকদের কেন্দ্র করে রসধ্বনি। খুবই প্রংশনীয় উদ্যোগ। শুভ কামনা রসধ্বনি এবং শ্রদ্ধেয় সম্পাদক হৃদয় লোহানী ভাই এর জন্য।