দুষ্ট-মিষ্টি কথার জালে,
টিস্যু আর তন্ত্রে,অক্সিজেনের কোলে,
যখন থাকিতে হয় বাঁচিয়া,
বৃক্ষ ছায়া সরলে গো মরণকে হয় ছোঁয়া,
স্নায়ুর আজব প্রতিক্রিয়ার অকারণের ভুলে,
নরম বক্ষ ভিজে অশ্রু গড়ায়ে,
আরে কি গেছে গো হারায়ে,
তুমি আছ এখনো বাঁচিয়ে!
তব চক্ষুর মায়াবিক জালে,
নিদ্রাহীন রজনী স্বপন যাহি মরিয়া,
সমবেগের গতি হয়ত যাহি মন্দনে,
তবু আশার আলো থাকে চন্দনে,
ছাড়িতে কি চাহে কেহ এই আবেগী ভবনে!
নিত্য নতুন জ্বালা সইয়ে রহে বাঁচিয়া।
প্রাসের প্রভাবে হয়ত জীবন নদী,
যাবে সুখ শহরে;
নয়ত আয়ুর নিষ্ঠুর জেদি,
আত্মা উড়াবে কোনো এক ভোরে!
হাজার ভুলে গড়া জীবনে,
পায় না-কি শেষ সুযোগ?
হাজার কালো মেঘের গড়ানে,
করো না-কি রোদরে ভোগ!
শেষ আয়ু অব্দি তব মনে জাগে শত আশা,
কাল শোক কি এতই সহজ ভালোবাসা,
মরা নদীর জেগে উঠে যদি-
জলপ্রবাহের তাড়নায়,
ভাঙা আয়না তব হতে পারে -
হীরকে জমা সোনায়!
শেষ ভরসা বড্ড দামি,
হারালে তব জীবন আত্মায় সুনামি!
#কবিতা জীবন গহন
#কলমে তাসনিম তিনা