একটা সাহিত্যপত্র লেখকের বহুকৌণিক দিকের উন্মোচন করে। সমাজ, সাহিত্য, শিল্প ও স্থাপত্য বিষয় ও লেখালেখি আমাদের অভিজ্ঞতার দিগমত্মকে বিস্তৃত করে। আশা রাখি রসধ্বনি গতানুগতিকতামুক্ত শিল্প ও সাহিত্যের সৃজনভূমিতে নব চৈতন্যের সৃষ্টি করবে।
— শেখ ফজল/কবি ও ছড়াকার