☘️ বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখালেখি

আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতা, সাহিত্যপাতা কিংবা সংশ্লিষ্ট পাতার ইমেইল অ্যাড্রেস দিলাম। পত্রিকায় ছাপা হলে বলা যেতে পারে আপনার লেখা মানসম্মত। তখন লেখালেখি নিয়ে আপনি ক্যারিয়ার গড়ার পথে এগোতে পারেন, যদিও এটা খুব কঠিন পথ। তবে বর্তমানে নিজেই মিডিয়া হয়ে নিজের লেখা পাঠকের সামনে তুলে ধরা যায়। তা থেকে নিজে উপার্জন করা যায়। তবে লেখার মান যাচাইয়ের জন্য পত্রিকার বিভাগীয় সম্পাদকের ফিল্টারটা কাজে দিতে পারে ৷
পত্রিকার যে পাতার জন্য লিখবেন, আগে সেই পাতা ভালো করে পড়ে নিবেন, রিসার্চ করে নিবেন কোন ক্যাটাগরির লেখা সেখানে ছাপা হয়। আর একই লেখা সব পত্রিকায় পাঠাবেন না। ছাপা না 
হলে বা ইমেইল কনফারমেশন না আসলে কমপক্ষে তিনমাস অপেক্ষা করবেন, তারপর অন্য 
কোথাও পাঠাবেন। তার মধ্যে আপনি লিখতে থাকবেন। প্রতিদিন লিখবেন।


বাংলাদেশের  বিভিন্ন দৈনিক পত্রিকার  লিঙ্কঃ - https://www.facebook.com/roshodhani/posts/pfbid02B5us1MKW9hLhVVyGQdFyHn3gmYor7RMiKg3dyAhnezdtwGkY4HD4qRKPd6wfW9xel?__cft__[0]=AZWwczcJlVRtp9y5oU3hYA2b7BxVoORR3ZXCXeiAxf9oBtiz5tfycYZw-B2Ec-_ahQpyNI6oLOjvCMlrhxcd_XJzQflAxYb_9zegSKvpbL2vGAqM7jD_aIBRrXhi0z8OHuS8uYmE0JcDvy8N6WRYt650&__tn__=%2CO%2CP-R 

বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখালেখি