অরুন চন্দ্র দেবনাথ এর গুচ্ছ কবিতা

অরুন চন্দ্র দেবনাথ এর গুচ্ছ কবিতা

যেমন তেমন / 
অরুন চন্দ্র দেবনাথ 

তুমি ভেবোনা আমায় দুঃখ দিয়ে ভাসবে সুখের ভেলায়

আমিও তোমায় বেড়াতে নেবো নরক জ্বালার মেলায়
যদি ভেবে থাকো আমায় দুঃখ দিয়ে মহাসুখে হাঁসবে
জেনে নিও হাঁসির অন্তরালে বেশি দিন নাহি বাঁচবে। 

আমি জানি ততদিনই তোমার - যতদিন তুমি আমার

যদি তুমি করো কোন চালাকি কিংবা বিশ্বাসঘাতকতা
বুঝবে তুমি বুঝবে আমার অভিমানী হিংস্রতা 
তুমি যদি দেবী থেকে ধর অশুর রূপ - যদি কখনো ভুলে যাও তুমিও মানুষ জাত
তবে তুমিও মনে রেখো - আমিও তোমায় করতে পারি ধারালো ছুরিকাঘাত।

যেমন আছো - তেমনি থাকো - তেমনি থাকো মনে 
এই অধমের ভালবাসা রাখো তোমার সনে 
যদি  কিছু বুঝে থাকো আমায় বলে দিও।
এই অধমকে তুমি তোমার  সঙ্গে নিয়ে যেও।

ভালোবাসো ভালোবাসি  বলিও না আর।
এই কথাটি অন্তরে নাইবা বলি মুখেই আবার। 
সব ভুলে চলো গো সই  ভালবেসে যাই।
প্রকৃত ভালোবাসার চাইতে দামী কিছু নাই।

বাস্তবতায় ফেরো 

যদি যেতে চাও যাও, তেল দিব না আর তোমারে 
থাকতে যে চায় আঁকড়ে ধরবো তারে বারে বারে
 
অর্থের কাছে বিকাও তুমি - রংধনুর মতই বদলাও  
তোমার আমার সঙ্গী হবে না পথটা এবার পালটাও 
 
নিজের ভেতর দোষের ভুল - দিচ্ছ কেন অন্য করে 
জয় পরাজয় নিয়েই ত মানুষ প্রেমের হাতটি ধরে 

একা রেখে ভুল করেছো নিজের ভেতর নিজেই 
হেরেও জিতবো আমি - বিজয় আমার অন্তরেই।

মানিনা ভাগ্যটাগ্য - কপাল টপাল ফালতু  
দ্বিধা নিয়ে মনের ভেতর কেনো রাখো ‘কিন্ত’।

 প্রত্যাশিত বধূ 

বর সেজে বসে আছি  বধূ খুঁজে পাই না
নিত্য কর্মের তারনায় খোঁজাখুঁজি হয় না
রঙিন রঙিন স্বপ্নে আঁকা আমার দু নয়ন 
বধূ বেশে আজ তোমাকে বড়ই প্রয়োজন।

এই হৃদয়ের এক কোনে রেখেছি যারে
মনে বড় সাধ জাগে পাবো কি তারে? 
বাদশা আমি নই, নই কোন রাজা
আমার রাজ্যে আমি এক সামান্য প্রজা।

যুদ্ধ করে বাঁচি  আমি দুঃখ ও সুখে
তবুও দুঃখ নেই আমার এই বুকে 
জানিনা কবে আমি পাবো সেই তারে 
রাত দিন খুঁজে ফিরি তাবৎ মনের ঘরে। 
বধূ বেশে কবে তুমি আসবে এই বাসরে 
অপরূপ সাজে আছি  বাসন্তি আসরে । 

দেশ ও মানুষ

দেশের হয়ে দেশের খেয়ে করলে ছলা কলা
কিছু হলেই ধরলে চেপে সনাতনের গলা
আমিও মানুষ  যুদ্ধ করে রক্ত দিয়ে পেয়েছি দেশ 
সত্যিকারের দেশ সাজাতে জীবন দিতেও রাজি বেশ ।

ওরে ও রাজাকার  আর করিস না অত্যাচার
অনেক হলো, যা করেছিস থাম্রে এবার আবার 
সম্প্রীতিকে নষ্ট করে একি করিস বোকারাম 
মানুষ মেরে  আঘাত করে কেউ পায়না শান্তির দাম। 

ধর্মের নামে বদনাম করে কেউ কি স্বর্গে যায়?
দুই পাড়েতেই আছেন ফেরেশতা পাহারায়। 
আবার মোরা মানুষ হই - মানুষ হ রে ভাই 
চলনা মোরা প্রতিজ্ঞা করি মানুষ হওয়া চাই 
সকল ধর্ম ধর্মশালায় বলছে এ কথাই 
সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।

মঙ্গলার্থে পণ

শোনো হে মুসলমান, আমি তো  ভাই  এমনটি চাই 
যেমন করিয়া নবীরাসূল কাটিয়েছেন সারাটি জীবন  
তুমিও চলিবে তেমন করিয়া - আজি করো সেই পন।

জন্ম সূত্রে অমানুষ - আমি মানুষের আকার ? 
কর্ম আচরণে পরিবর্তন নাহি - জন্মটাই কি বেকার? 
ধর্ম নিয়ে হানাহানি - মানুষে মানুষে সংঘাত 
মানুষই যদি না থাকে কিসের জাতপাত। 

শান্তির ধর্ম ইসলাম আমি তখনই মানি ভাই 
যখন হিংসা আর বিদ্বেষ ভুলে যে যাই  
জাতি ধর্ম নির্বিশেষে হোক সম্প্রীতির বন্ধন
গড়িব পৃথিবীতে রঙ্গীন প্রভাতের অঙ্গন।   

নামাজ পড় জোরা রাখ আর চল সেই পথে 
নবী রাসুল ঋষি মহামানব গিয়েছেন সেই রথে

আমি কে বা, তুমি কে বা, তাতে কি এসে যায়
তুমিও চলো  আমিও চলিব তোয়ামার ভালোবাসায়  

তোমাদেরই মঙ্গল চাই – চাই শান্তি 
সকল জাতীর শান্তি মাগি চাই প্রশান্তি । 

অদ্ভুত ভালোবাসা

যখন ভালোবাসা ছিল
তখন সোহাগ করে বলেছিলে ‘তুমি আছো অন্তরে অন্তস্থলে’

তুমিই চোখের দুটি তারা - কাটে না এক মুহূর্ত  তোমাকে ছাড়া  
কল্পনায় তুমি বাস্তবে তুমি - রক্ত কণিকায় তুমিই আপনহারা 
তুমি বলেছিলে - আমি ছাড়া তোমার জীবন অন্ধকার
পৃথিবীর কোন আলোতেই ভালো লাগেনা আর । 

কিন্তু আজ, ভালোবাসা নেই.......কেনো ভুল বুঝে প্রস্থান....
আজ আমি লম্পট, বাজে, খারাপ, সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান 
তোমার চোখে আজ আমি শত্রু মিথ্যুক চরিত্রহীন অমানুষ 
হ্যাঁ আমি স্বীকার করছি আমি মিথ্যুক অমানুষ বাজে 
শুধু সরলতার বসে আজ আমি ধ্বংস। 

কোন সে ভুলের কারনে 
যৌবনের ভরপুর ভালবাসার তরী ডুবে যাচ্ছে 
আমাদের কোন দোষ নেই, আমরা দুজনেই একে অপরের বন্ধু ছিলাম
বন্ধুত্ব গড়া দোষের হলে আমরা দোষী
নয়তো আমরা দুজনেই সমান অপরাধে অপরাধী, 
এসো ভুলে যাই সব ফের এসো – ফিরে এসো – 
হোক অদ্ভুত ভালোলাগা – ভালোবাসা  


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Ads

Ads