রসধ্বনি একটি প্রয়াসের নাম। একটি ভাবনার রূপ। সহজ ভাষায় লেখা কবিতা, গল্প আর প্রবন্ধ অনেক পাঠক পড়তে ভালবাসেন — রসধ্বনি তাদের জন্য। রসধ্বনি সাহিত্যপত্র এর পাশাপাশি রসধ্বনি নামে বাংলা ভাষায় ওয়েব ম্যাগাজিন হিসেবে নিয়মিত আত্মপ্রকাশ থাকবে জেনে আমি খুব বেশি পুলকিত । আশা করি রসধ্বনি'র ওয়েব ম্যাগাজিনে ভার্চুয়াল লেখক হিসেবে সম্পৃক্ত রাখতে পারব। সাফল্য কামনা রসধ্বনির জন্য।
— মোঃ আরিফুল ইসলাম লাভলু আকন্দ/কবি