কয়েকটি উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে রসধ্বনি'র কার্যক্রম শুরু করেছেন, যেমন— সৃজন ও মননশীল চর্চার উৎকর্ষ বাড়ানো, তারুণ্যকে অগ্রাধিকার দেওয়া, এবং সংস্কৃতির পরিশীলিত চর্চাকে উৎসাহিত করা। রসধ্বনি'র সাথে থাকতে পেরে আমি আনন্দিত।
— শাকিল মাহমুদ শাহিন/কবি ও অভিনেতা, নাট্য পরিচালক।