রসধ্বনি নিয়ে অভিমত - ফারুক আহমেদ- প্রকাশক

 

প্রকাশক ফারুক আহাম্মেদ এর অভিমত

একজন লেখক/কবির কাছে ঋণের শেষ নেই। বিশ্বজগৎ এবং জীবনকে সম্পূর্ণভাবে দেখবার চোখ খুলে দেন। জীবনের জটিলতা, প্রেম, প্রীতি, দুঃখ ও বেদনার সঙ্গে এমন কিছু দিকের উন্মোচন করেন যা বাংলা কথাসাহিত্যে বহুমুখী সৃজনের ধারায় অবগাহন হয় । লেখক মননে ও শৈল্পিক গুণাবলিতে সমৃদ্ধ হবে রসধ্বনি এবং প্রসারও ঘটবে তাঁর সৃজন—কৌশল,ভাবনার নিজস্ব স্বকীয়তা । সাফল্য কামনা করি । 

—ফারুক আহমেদ/কবি ও তথ্যচিত্র নির্মাতা।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Ads

Ads