সাহিত্য—সংস্কৃতিতে, সীমিত পরিসরে হলেও, শুদ্ধচিন্তার এবং নান্দনিকবোধের সমাবেশ ঘটানোর একটা অভিপ্রায় থেকে রসধ্বনি আত্মপ্রকাশ করেত যাচ্ছে। রসধ্বনি সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে যশস্বী কবি ও বাচনশিল্পী হৃদয় লোহানীকে সম্পাদনা করবার গুরু দায়িত্ব দেয়া হয়েছে। রসধ্বনি সাহিত্য পাতার সম্পাদক হিসেবে সম্পাদনাকে একটি শিল্পের মর্যাদায় তুলে আনবেন সেটিই আমার বিস্বাস।
— জাকিরুল হক মিন্টু/বাচিকশিল্পী ও প্রাবন্ধিক।