একগুচ্ছ হাইকু - মিনহাজ উদ্দিন শপথ

একগুচ্ছ হাইকু / মিনহাজ উদ্দিন শপথ

 






একগুচ্ছ হাইকু / মিনহাজ উদ্দিন শপথ 

১.
কালো ছাগল 
পুরো আঁধার খেয়ে 
হলো পাগল
২.
বিধবা রোদ
ঘরের রঙ হারাই
কী প্রতিশোধ
৩.
ভাত ছিটাই
দেখা নাই কাকের 
খায় বিলাই
৪.
কালো বিড়াল 
রাতের আয়োজনে
ভাবে শিয়াল
৫.
মাছ কী বোকা
পাড়ের কথা শুনে 
খেলো সে ধোঁকা 
৬.
বোধের ঘরে
অচেনা কানামাছি 
হৃদয় খুঁড়ে 
৭.
কীটের ভারে
জমিনে নীল ছায়া 
পাতারা ঝরে
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Ads

Ads