রসধ্বনি নিয়ে অভিমত - মোহাম্মদ মাহমুদুল হাসান মহব্বত সমন্বয় সম্পাদক

 

সন্বনয় সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান মহব্বত এর অভিমত

অত্যন্ত আন্তরিক দৃষ্টিকোণ থেকে জেনেছি রসধ্বনি আত্মপ্রকাশের পেছনে প্রধান ভূমিকা রাখেন এর নির্বাহী সম্পাদক কবি ও ছড়াকার শেখ ফজল এবং প্রকাশক ফারুক আহমেদ, যাঁর সমর্থন ও অনুপ্রেরণায় একটি ষাণ্মাসিক পত্রিকা হিসেবে নিয়মিত প্রকাশিত হবে। আশা রাখি দক্ষ পরিপক্ক সম্পাদক হৃদয় লোহানী সম্পাদনায় প্রথম সংখ্যা থেকেই পাঠক, লেখক, গবেষক ও বোদ্ধাদের নজর কাড়তে শুরু রসধ্বনি।

মোহাম্মদ মাহমুদুল হাসান মহব্বত/কবি ও সংগঠক।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Ads

Ads